আমিরাতে সিলেট বিভাগের ঈদ পূর্নমিলনী ও আনন্দ উৎসব

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩ 360 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির ঈদ পূর্ণমিলনী ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার শারজাহের ন্যাশনাল পার্কে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী ও আনন্দ উৎসবে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম সিআইপি।

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও সংগঠনিক সম্পাদক প্রকৌশলী তৈয়ব আলী তালুকদারের যৌথ পরিচালনায় প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটের মানুষ খুবই আন্তরিক এবং প্রবাসীদের বিপদে সব সময় পাশে থাকেন। বাংলাদেশের মধ্যে সিলেটিদের আথিয়েতা অতুলনীয়। বাংলাদেশে প্রবাসীদের লাশ পাঠানো থেকে শুরু করে সকল সমস্যায় সবার আগে সিলেটের মানুষ এগিয়ে আসেন। প্রবাসের মাঠিতে বাংলাদেশের সুনাম উজ্জলে সিলেটিরা মুখ্য ভূমিকা পালন করেন।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির পৃষ্টপোষক নজরুল ইসলাম চৌধুরী, প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি আইয়ূব আলী বাবুল, বাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি আবুল বাশার, জনতা ব্যাংক শারজাহ শাখার ম্যানেজার মোহাম্মদ ফয়সাল, বাংলাদেশ সমিতি শারজাহের সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল লতিফ, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান ও যুগ্ন সাধারণ সম্পাদক এম শহিদুল হক সুহেল।

আরো বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হারুনুর রশিদ হারুন, উপদেষ্টা গোলাম মোস্তফা জায়গীরদার, ইঞ্জিনিয়ার আব্দুল নূর, সহ সভাপতি নিজাম উদ্দিন, হাজী আব্বাস উদ্দিন, সাদিকুর রহমান চৌধুরী, চুনু মিয়া।

উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম নাহিম, অর্থ সম্পাদক সুলতান আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক সালেহ আহমদ তালুকদার, এম এ মুকিত, আমিন খান, মমিনুল হক রাসেল, হারুনুর রশিদ রঙ্গু, সহ সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, শেখ দরবেশ আলী, ক্রীড়া সম্পাদক মাহমুদুর রশীদ সুমন, সহ অর্থ সম্পাদক জুবের আহমদ, মোহাম্মদ ফয়সল আহমদ, আব্দুর রউফ সুহেল, তৌফিক খান রাফেজ, মাসুক মিয়া, সাজ্জাদ হোসেন লিমন, জুনেদ আলম, মারুফ মিয়া, সুমন মিয়া প্রমুখ।

ক্রীড়া সম্পাদক মাহমুদুর রশীদ সুমনের সার্বিক তত্বাবধানে ছোট বাচ্চাদের দৌড়, পুরুষের মোরগের লড়াই, হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন খেলা পরিচালনা করা হয়।

এছাড়া মেয়ে ও মহিলাদের চেয়ার খেলা, বালিশ বদল, হাড়ি ভাঙ্গা খেলা পরিচালনা করেন মিসেস আব্দুল লতিফ, মিসেস বদরুল ইসলাম চৌধুরী ও মিসেস আব্দুল মান্নান।

সর্বশেষে খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।