আমিরাতে বাংলাদেশী দম্পতির বিয়ে উপলক্ষে মিলনমেলা

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪ 104 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা সৌন্দর্য উপভোগে করতে বেড়াতে আসেন। বিলাসবহুল এই শহরে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে সম্প্রতি বাংলাদেশি এক দম্পতির বিয়ে সম্পন্ন হলো।

সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সিলেটের কমলগঞ্জ উপজেলার কৃতিসন্তান শেখ জহির উদ্দিনের মেয়ে ফাহমিদা আক্তারের সাথে একই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোবারক আলীর পুত্র মোহাম্মদ শিপুর শুভ বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

আমিরাতের শারজাহ শহরের খোরফাক্কান এলাকার একটি রিসোর্টে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, মিসেস আবিদা সুলতানা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজমল আলী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সহধর্মিনী শম্পা শফিক, বাংলাদেশ সমিতি ফুজিরাহ শাখার সভাপতি সাইফুর রহমান, সহ সভাপতি তফন সরকার, কমলগঞ্জ সমিতির সাবেক সভাপতি মোহিত চৌধুরী, কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক রিপন মজুমদার সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, বাংলাদেশ সমিতি দুবাই শাখা, বাংলাদেশ সমিতি ফুজিরাহ শাখা, কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার ফাতেমা মুগান্নি, আহমেদ রাশিদ আল নাগবী, রাশিদ আল রুয়াই আল-নাগবী, হানি সাঈদ আল নাগবী, বদর দানীন আল নাগবী, রাশিদ আল-নাগবী, ইউসুফ শাহীন, মোহাম্মদ আল নাগবী, হাসান সাইদ আল নাগবী প্রমুখ।

বাংলাদেশী ফাহমিদা-শিপু দম্পতির বিয়েতে দুই দিনের আয়োজনে অতিথি ছিলেন প্রবাসী বাংলাদেশী, স্থানীয় নাগরিক সহ প্রায় দুই হাজার মানুষ। খোরফাক্কানের বিলাশ বহুল রিসোর্টে আয়োজিত ৬ই জানুয়ারী গায়ে হলুদ ও ৭ই জানুয়ারী বিয়ের দিনের অতিথিদের বিভিন্ন পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।