বরিশাল প্রবাসী জনতা, গড়ে তোল একতা স্লোগানকে সামনে রেখে বরিশাল বিভাগের প্রবাসীদের নিয়ে মিলেমিশে এগিয়ে যাওয়ার লক্ষেই বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। বরিশাল বিভাগের প্রবাসীরা বিভিন্ন ব্যবসায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তাদের নেই কোন সামাজিক সংগঠন। বরিশাল বিভাগের কেউ মৃত্যুবরণ করলে লাশ দেশে নিতে দূর্ভোগ পোহাতে হয় প্রবাসী পরিবারকে।
সংযুক্ত আরব আমিরাতের আজমান সানাইয়া ইন্ডাষ্টিয়াল এলাকার বাংলাদেশী মার্কেটে বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদ আয়োজিত মিলনমেলা ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সোমবার (১১ই জানুয়ারী) আয়োজিত মিলনমেলায় উপস্থিত ছিলেন ইমন মোহাম্মদ হাকিম, মোহাম্মদ হুমায়ুন কবির, হাজী মোহাম্মদ শওকত আলী, এইচ এম কামরুজ্জামান, মোহাম্মদ শামসুদ্দিন, আব্দুর রশিদ, শামীম আহমেদ, হাবিবুর রহমান রাসেল, কবির হোসেন, শহিদুল ইসলাম, ওয়াহিদ মোল্লা, মনিরুজ্জামান, মোহাম্মদ ছালাউদ্দিন আরিফ, মোহাম্মদ মনির হোসেন, আব্দুর রহিম, মাহমুদ আলম, শাকিল আহমেদ, মনিরুজ্জামান আশরাফি, মোহাম্মদ হিরণ মৃধা, মোহাম্মদ শামিম, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ জাফর উল্লাহ, বিদ্যুৎ স্পাইক, মোহাম্মদ জহিরুল, সামছুল হক, মীর মোহাম্মদ শাকিল, মোহাম্মদ উজ্জ্বল, দুলাল আকন্দ, স্বপন মিয়া, সহিদুল ইসলাম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ সাইফুল, মোঃ রিয়াজ, মামুন মিয়া, মোহাম্মদ বাশার, মোঃ আবির, মেহেদী, মোহাম্মদ গাজী, কামাল সহ আরো অনেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শাহিনুর হোসেন শাহীন, হেলাল উদ্দিন সিআইপি, মেজবাহ উদ্দিন গাজী, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মাইনুদ্দিন কিসু, মামুন খন্দকার, রফিকুল ইসলাম, মনির আবরার, মীর ইয়ার মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহাবুদ্দিন, নাসীর উদ্দিন, মাকসুদুর রহমান বিপ্লব, শাহ আলম, মোহাম্মদ দুলাল সরকার, সুমন আহমেদ, মোহাম্মদ নাজমুল, মোঃ রাসেদ খান, মোহাম্মদ নয়ন, আবুল বাশার, সবুজ মীর, মোঃ সাত্তার, মোহাম্মদ নোমান, রিপন মিয়া, মোহাম্মদ জব্বার, আব্দুল আলিম প্রমুখ।
বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা বলেন, প্রবাসীরা আমিরাতের সকল আইন কানুন মেনে চলে দেশের সুনাম বজায় রাখবেন। আমিরাতের সাতটি প্রদেশে ধীরে ধীরে বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদের কমিটি গঠনের মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ ও পাশে নিয়ে কাজ করবে। প্রবাসীদের সকল সুবিধা অসুবিধায় সবাই একসাথে মিলেমিশে কাজ করবেন।


