শান্তিগঞ্জে অধ্যক্ষ কর্তৃক মাদ্রাসা শিক্ষিকার ভাতা বন্ধের অভিযোগ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মঈনুল হক কর্তৃক সহকারি শিক্ষিকা (শারীরিক শিক্ষা) নূরুন নাহারের ভবিষ্যত তহবিল, বেসরকারি উৎসব ভাতা ও বেসরকারি বেতন ভাতা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। ২২ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর এমন অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী শিক্ষিকা নূরুন নাহার।
দায়ের করা অভিযোগ পত্রে নূরুন নাহার বলেছেন, বিষয় ভিত্তিক শিক্ষা নীতির বাইরে গিয়ে অধ্যক্ষ মঈনুল হক নিজের মনগড়া রুটিনে প্রতিষ্ঠান পরিচালনা করার চেষ্টা করেছেন। এনসিটিবি কর্তৃক প্রণীত সমন্বিত সেশন রুটিন ও নির্দেশনা বিবর্জিত ক্লাস রুটিন অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে অপারগতা প্রকাশ করায় মার্চ-২০২৪ থেকে বর্তমান অব্দি তার ভবিষ্যত তহবিল, বেসরকারি উৎসব ভাতা ও বেসরকারি বেতন ভাতা বন্ধ করে রেখেছেন অধ্যক্ষ। যদিও এমন সিদ্ধান্তকে রেজুলেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে কমিটির সিদ্ধান্ত বলে দাবি করেছেন অধ্যক্ষ মাও. মঈনুল হক।
ভবিষ্যত তহবিল, বেসরকারি উৎসব ভাতা ও বেসরকারি বেতন ভাতা বন্ধ রাখার বিষয়টি নিশ্চত করে মঈনুল হক বলেন, সর্বসম্মতিক্রমে কমিটি এই শিক্ষিকার ভাতাদি বন্ধ রেখেছেন তারা। কারণ হিসেবে তিনি বলেন, বিভিন্ন অনিয়ম, প্রতিষ্ঠান বিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপস শীল বলেন, এ রকম একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ থেকে যা জেনেছি তা হচ্ছে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে ওই শিক্ষিকার ভাতাদি বন্ধ রাখা হয়েছে। চলতি মাসের শেষের দিকে মাদ্রাসায় বসে এর একটি সুন্দর সমাধান করবো।


