বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক বনভোজন

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬ 6 views
শেয়ার করুন

বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে গ্রাম পর্যায় থেকে টেক্নিকাল শিক্ষা বাড়াতে হবে। আমিরাত সহ বড় শ্রম বাজারে দেশের ভাবমূর্তি বাড়াতে পেশাদারিত্বের শেষ নেই।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে আয়োজিত বার্ষিক বনভোজনে পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন।

রবিবার শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত বনভোজনে সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম রুপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম।

এসময় সংগঠনের পক্ষে বক্তব্য প্রদান করেন সিনিয়র কার্যকরী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেকুল ইসলাম ভুইয়া, ইঞ্জিনিয়ার খন্দকার মিজানুর রহমান, মির্জা রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম খাঁন, ইঞ্জিনিয়ার মাহে আলম, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলম, ইঞ্জিনিয়ার তারেক, এস এম করিম, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সাজ্জাদুর রহমান, রুহুল আমিন, বদরুদ্দোজা শফু, ইঞ্জিনিয়ার মুজাহিদ রহমান, মাহিনুর রহমান শিফু, শাকিলা চৌধুরী লুনা, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম সোহেল, ইঞ্জিনিয়ার ফারুক, ইঞ্জিনিয়ার নাছিম সহ ২০০ শতাদিকের বেশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পরিবার বৃন্দ।

কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, আবদুল কুদ্দুছ, আমিরুল ইসলাম চৌধুরী এনাম, নাসিরুল হক, কামান হোসেন সুমন, নীল রতন দাস, শাহাদাত হোসেন ও মজিবুল হক মঞ্জু সহ আরো অনেকে।

অনুষ্ঠানে খেলাধুলার মধ্যে ফুটবল, হাড়ি ভাংগা, মেয়েদের বালিশ বদল, শিশুদের জন্যও ছিলো বিভিন্ন ধরনের খেলাধুলা, আর্ট প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজনে প্রবাসীদের মনে প্রশান্তি এনে দেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের সংগঠনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।