আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই’র নতুন কার্যালয়ের উদ্বোধন

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২ 426 views
শেয়ার করুন

 

বাংলাদেশ সমিতি ইউএই’র নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান ২৮ জুলাই রাতে আবুধাবিস্থ ইলেক্ট্রা স্ট্রিটের ওমর বিন ইউসুফ মসজিদ সংলগ্ন সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি দূতাবাসের মিশন উপ প্রধান মিজানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল ও জনতা ব্যাংক ইউএই’র প্রধান নির্বাহী আবদুল্লাহ আল আমিন।

সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি শওকত আকবার,যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ বড়ুয়া,প্রচার সম্পাদক আবুল বশর ও নির্বাহী সদস্য মঈন উদ্দীন।


সভায় রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বাংলাদেশ সমিতিকে দূতাবাসের আইনী কাঠামোর মধ্যে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন,”কোভিড মহামারী, মাংকিপক্সের কারণে সৃষ্ট গ্লোবাল ইমার্জেন্সি পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই ত্রিমুখী দূর্যোগের মধ্য দিয়ে যাওয়া বিশ্বের অর্থনীতি আজ চ্যালেঞ্জের মুখোমুখি। এ সংকটের সময় প্রবাসীদের বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে স্বস্তি আনবে তাই এ ব্যাপারে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে।”