সিলেট জেলা প্রশাসনের ‘প্রবাসী সম্মাননা’ পেলেন আলহাজ্ব মো. আলিম উদ্দিন!

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬ 19 views
শেয়ার করুন

 

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবাসী সম্মাননায় ভূষিত হয়েছেন আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা, আরাদ গ্রুপের চেয়ারম্যান এবং সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব মো. আলিম উদ্দিন।

বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে দীর্ঘদিন ধরে প্রবাসে কমিউনিটির কল্যাণে এবং সিলেট বিভাগের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

সিলেটের উন্নয়ন, প্রবাসীদের অধিকার রক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে তাঁর নেতৃত্ব প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। এই সম্মাননা তাঁর প্রবাসী জীবনের অনুপ্রেরণামূলক অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে তিনি মনে করেন।