কক্সবাজারে এবার ৭১ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা চোরাকারবারি আটক

শাহীন মাহমুদ শাহীন মাহমুদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০ 612 views
শেয়ার করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবির চেকপোষ্টে কক্সবাজারগামী একটি বাস তল্লাশী করে ৭১ ভরি ওজনের ৫ টি অবৈধ স্বর্ণের বারসহ মোঃ শফি উল্লাহ (৪০) নামে একজন রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন।
 
আটক স্বর্ণ পাচারকারী উখিয়া উপজেলার বালুখালীর ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মোঃ রশিদ আহমদের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।
 
বৃহস্পতিবার সন্ধ্যা টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টের সামনে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। তল্লাশীর এক পর্যায়ে একজন যাত্রীর আচরণ সন্দেহ হওয়ায় বিজিবির সদস্যরা তাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশী করে। এসময় তার পরিহিত পাঞ্জাবির ভিতরের পকেট থেকে ৫ টি স্বর্নের বার উদ্ধার করে। স্বর্ণের বারের বৈধ কোন কাগজপত্র না থাকায় এবং সরকারি শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানের দায়ে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
 
আটককৃত পাঁচটি স্বর্ণের বারের ওজন ৭১ ভরি (৮২৯.৫৬ গ্রাম), যার আনুমানিক মূল্য ৪৩ লক্ষ টাকা। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আসামীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া স্বর্নের বার কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা করা হয়েছে বলে ফয়সল হাসান খান নিশ্চিত করেছেন।