আমিরাতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ 317 views
শেয়ার করুন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। বাংগালিরাও এই খেলাকে ভালবাসে সবাই। এরই ফলে লন্ডন থেকে একটি ফুটবল দল আমিরাতে এসে প্রীতি ম্যাচ খেলে নজর সৃশটি করেছে। দুইটি দলই বাংলাদশি প্রবাসি খেলোয়াড় এর।

সংযুক্ত আরব আমিরাতে লন্ডনের হার্টস ইউনাইটেড এফসি ইউকে ও বিএফসি আজমান ফুটবল টিম দুবাইয়ের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব বলেন বক্তারা।

মঙ্গলবার শারজাহের ফুটবল একাডেমি মাঠে আয়োজিত ফুটবল খেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার প্রধান উপদেষ্টা সিআইপি আশিক মিয়া, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি ইয়াকুব সৈনিক, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সহ সভাপতি সাহাদাত হোসাইন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নেছার রেজা, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার কার্যকরী সভাপতি একে আজাদ লালন, সদস্য সচিব হাবিবুর রহমান চুনু, মুহিবুর রহমান, বাংলাদেশ কমিউনিটি দুবাই ফুটবল টিমের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, আল জাদেদ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান নজরুল ইসলাম, আল কামার আল জাবি ট্রেডিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, শামস আল সালাম মার্কেটিং সার্ভিসের সত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসাইন, কমিউনিটি নেতা রুজেল তরফদার, আলী আসকর, চুনু মিয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন বিএফসি আজমান ফুটবল দলের সদস্য সাইফুর রাহমান,জাকির আহমেদ, কয়েস আহমেদ, জসিম আহমেদ, মাছুম আহমেদ, শাহনুর আহমেদ, হার্টস ইউনাইটেড এফসি ফুটবল ক্লাবের সদস্য আব্দুল বাসার আলী, আবুল বশর চুট্টু মিয়া, আব্দুল শহিদ, আব্দুল রুফ, আব্দুল রাহমান, সাহজাফ আলি, আব্দুল কাদির হুসেন, ইব্রাহিম আলি, সিজিল মিয়া, লুকমান মিয়া, মোহাম্মদ তারেক আমির, শামিম আহমেদ, আবুল নাসিম, মোহাম্মদ আব্দুল কাদির, হাসান আহমেদ চৌধুরী, মোঃ ইশা চৌধুরী, রিয়াদ হোসেন, আব্দুল বাসেত খান, আব্দুস শহীদ খান সহ প্রবাসী বাংলাদেশীরা।

খেলায় হার্টস ইউনাইটেড এফসি ইউকে ০-২ গোলে বিএফসি আজমান ফুটবল টিম দুবাইয়ের কাছে পরাজয় বরণ করে। পরে সকল খেলোয়ার ও অতিথিদের সম্মনা প্রদান করা হয়।