জোহানেসবার্গে লক্ষ্য পূরণ হয়নি, সেঞ্চুরিয়নে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। দুই ম্যাচে বোলারদের পারফর্মেন্স ভালো হলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। সিরিজ জিততে ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্য টিম টাইগার্সের। এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে একপেশে জয়ে এবার সিরিজ নিশ্চিত করতে চায় সাউথ আফ্রিকা। আজ ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।
ইতিহাস বদলের চ্যালেঞ্জ নিয়ে সাউথ আফ্রিকা গিয়েছিল ক্রিকেটাররা। প্রথম ম্যাচেই এলো ঐতিহাসিক জয়। জোহানেসবার্গে ম্যাচ হাতছাড়া হয়েছে। তাতে কি? লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি তামিমের দল।
টপ অর্ডার নিয়ে ম্যানেজমেন্টের দুশ্চিন্তা থেকে যাচ্ছে। ধারাবাহিক হতে হবে ব্যাটারদের। তবে প্রোটিয়াদের চাপে ফেলেছিল বোলিং ডিপার্টমেন্ট। সিরিজ নির্ধারণী ম্যাচে আরেকবার জ্বলে উঠতে হবে তিন ডিপার্টমেন্টকে।
টানা পাঁচ ম্যাচ অপরিবর্তিত একাদশ রেখে নজির গড়েছে টাইগার ম্যানেজমেন্ট। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ নির্ধারণী ম্যাচেও থাকবে একই কম্বিনেশন। দুঃসময়ে সাকিবের পাশে থাকছে পুরো দল।
জোহানেসবার্গে দুর্দান্ত কামব্যাক প্রোটিয়াদের। ব্যাটিং-বোলিংয়ে ছড়ি ঘুরিয়েছে স্বাগতিকেরা। তৃতীয় ওয়ানডের আগে দুঃসংবাদ, হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন ওয়েইন পারনেল। একাদশে ফিরছেন মার্কো ইয়ানসেন। হাতের ব্যথা থেকে সেরে উঠেছেন অধিনায়ক বাভুমা।