বাংলাদেশ কমিউনিটির আয়োজনে দুবাইয়ে ‘প্রবাসী বাংলাদেশী প্রিমিয়ার লিগ’

বাংলাদেশের ছয়টি বিভাগের দল অংশগ্রহণ করবে

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫ 188 views
শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘প্রবাসী বাংলাদেশী প্রিমিয়ার লীগ ২০২৫’। বাংলাদেশের ৮টি বিভাগ নিয়ে প্রবাসী বাংলাদেশী প্রিমিয়ার লীগ আয়োজনের চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত এবারের আসরে দুটি গ্রুপে মোট ৬টি বিভাগের দল অংশগ্রহণ করছে। এ গ্রুপে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগ এবং বি গ্রুপে চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ ও রংপুর বিভাগ। অংশগ্রহণ করেনি বরিশাল বিভাগ ও ময়মনসিংহ বিভাগের দল।

দুটি গ্রুপ নিজেদের মধ্যে এক অপরের বিপক্ষে ১টি করে ম্যাচ খেলবে এবং দুটি গ্রুপে থেকে বিজয়ী ও রানার্সআপ দল সেমিফাইনাল খেলবে। গ্রুপ পর্বে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামীকাল শনিবার (৮ই নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় দুবাইয়ের ইরানি ক্লাবের মাঠে টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় খুলনা বিভাগ মুখোমুখি হবে রংপুর বিভাগের এবং রাত ১২টায় দ্বিতীয় খেলায় সিলেট বিভাগ মুখোমুখি হবে রাজশাহী বিভাগের।

আগামী ১৫ই নভেম্বর ২০২৫ ইংরেজী চট্টগ্রাম বিভাগ মুখোমুখি হবে রংপুর বিভাগের এবং ৪র্থ খেলায় ঢাকা বিভাগ মুখোমুখি হবে রাজশাহী বিভাগের। পরে ২২শে নভেম্বর ২০২৫ ইংরেজী ৫ম খেলায় খুলনা বিভাগ মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগের এবং শেষ ম্যাচে ঢাকা বিভাগ মুখোমুখি হবে সিলেট বিভাগের।

এছাড়া আগামী ২৯শে নভেম্বর সেমিফাইনাল ও ৬ই ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

প্রবাসী বাংলাদেশী প্রিমিয়ার লীগ আয়োজক কমিটির অন্যতম সংগঠক ও বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ নওশের আলী বলেন, আমাদের টূর্নামেন্টের স্লোগান হল ” Uniting Community Together”। আমাদের লক্ষ্য হলো একটি ঐক্যবদ্ধ কমিউনিটি এবং এই কমিউনিটিকে পজিটিভভাবে এই দেশে তুলে ধরা। ফুটবল এমন একটি স্পিরিট যার আবেগ আবেদনে এই আমিরাতের নাগরিকরাও আচ্ছন্ন। ফুটবল আমাদের দুই দেশের বন্ধুত্ব গভীর করবে বলে আমাদের বিশ্বাস। এই টূর্নামেন্ট আমাদের কমিউনিটির যুবকদের আকৃষ্ট করেছে এবং এদের উৎসাহই আমাদের প্রেরনা। এটি শুধু একটি ফুটবল টূর্নামেন্ট নয়, একটি কমিউনিটি ইভেন্ট হয়ে উঠলে আমরা খুশি হবো।

তিনি আরো বলেন, আমরা আনন্দিত যে এই টুর্ণামেন্ট আয়োজনে দুবাই পুলিশ আমাদের সহায়তার আশ্বাস দিয়েছে।

আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের নিয়ে ইতিমধ্যেই ছয়টি বিভাগ নিজেদের দল গুছিয়ে নিয়েছে। টিমের খেলোয়াড় ও কোচদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রবাসীরা মনে করছেন, খেলাধুলা ছেড়ে যারা অল্প বয়সে প্রবাসের মাঠিতে এসেছেন তাদের জন্য এটা সূবর্ণ সুযোগ। সবার অংশগ্রহনে খেলার মাঠে হবে হাড্ডাহাড্ডি লড়াই। প্রবাসে থেকেও দেশের ফুটবলের প্রতি ভালোবাসা থেকে এ আয়োজনকে তাঁরা দেখছেন এক প্রাণবন্ত প্রয়াস হিসেবে।

প্রবাসের মাটিতে এ ফুটবল খেলার আয়োজনের মূল লক্ষ্য হলো প্রবাসে থাকা বাংলাদেশি তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের একটি প্ল্যাটফর্ম দেওয়া এবং তাদের মাঝে দেশীয় ফুটবলের আবেগ আরও দৃঢ় করা এমনটাই বলছেন বাংলাদেশী ক্রীড়া সংগঠকরা।