প্রাণ আরএফএল গ্রুপে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫ 276 views
শেয়ার করুন

দেশের বিখ্যাত প্রাণ আরএফএল কোম্পানির টয়লেট্রিজ গ্রুপে জরুরি ভিত্তিতে সুনামগঞ্জ জেলায় কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি (SR) নিয়োগ দেওয়া হবে।

কাজের এরিয়া সমূহ : সুনামগঞ্জ জেলার যেকোনো উপজেলা অথবা সদর উপজেলা।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি। অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।

দায়িত্বসমূহ: নির্দিষ্ট রুটে ছোট বড় সব ধরণের দোকানি ভাইয়ের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা, অর্ডারকৃত পণ্যের ডেলিভারি সুনিশ্চিত করা, ডিও কালেকশন করা, প্রতিদিন সেলস্ রিপোর্টসহ কোম্পানির চাহিদা অনুযায়ী মার্কেটের তথ্য প্রদান করা।

বেতন: ১২,০০০ টাকা
টিএডিএ- ৪৫০০ টাকা
সেলস কমিশন: ১৫০০টাকা (প্রতি লাখে)।
এছাড়াও আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ তো আছেই।

বোনাস: বাৎসরিক ২ টি।

সাপ্তাহিক ছুটি: শুক্রবার।

এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী জিডিপিএস ফান্ড, প্রোমোশন এবং বিদেশ যাবার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীগণকে দ্রুত নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হলো।

যোগাযোগ

মো: আয়ূব আলী।
এরিয়া সেলস ম্যানেজার,
গ্রুপ- টয়লেট্রিজ।
(সুনামগঞ্জ )
মোবাইলঃ ০১৭০৪১৪৫০০৪

বি:দ্র- এসএসসির মূল সার্টিফিকেট কোম্পানিতে জমা দিতে হবে না, স্মার্ট ফোন থাকতে হবে।