শাল্লায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় মাইলস্টোনের শিক্ষার্থীদের স্মরণে শোক
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের দুর্গম উপজেলা শাল্লায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য ৫৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে শিক্ষা ও সামাজিক সংগঠন আব্দুল্লাহ্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুর ১২টায় শাল্লা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানের পূর্বে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোক পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলার গোবিন্দচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়সহ মোট ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী ছিলেন জিপিএ-৫ প্রাপ্ত। বাকী ৩০ শিক্ষার্থী সংশ্লিষ্ট বিদ্যালয়ের সর্বোচ্চ ফল অর্জনকারী।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা থানা জামে মসজিদের ইমাম ও খতিব, দামপুর আটপাড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাও. আবুল কালাম। আছলাম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। দুর্গম পথ মাড়িয়ে শাল্লা উপজেলার শিক্ষার্থীদেরকে সংবর্ধিত করার জন্য আব্দুল্লাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি। এর আগে রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন শাল্লার ইউএনও। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল্লাহ্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিইও, কবি আজমল আহমদ।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক পাহেল মিয়া বলেন, অনুষ্ঠানকে ঘিরে এক সপ্তাহ ধরে আমরা প্রস্তুতি নিয়েছি। অনেক সময় নিয়ে আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠানটি বাস্তবায়নের প্রস্তুতি ছিলো আমাদের। সে অনুপাতে আমরা অতিথিদের দাওয়াতও দিয়েছিলাম। কিন্তু গতকাল বাংলাদেশের ইতিহাসে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেলো। রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটার কারণে আমরা অনুষ্ঠানমালায় পরিবর্তন এনেছি। ফাউন্ডেশনের সিইও ও প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য ছাড়া আর কারো বক্তব্য দেইনি। দুর্ঘটনায় নিহত ও আহতের শোকে সবাই কালো ব্যাজ ধারণ করেছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া মাহফিল করেছি। তারপর জৌলুসহীনভাবে সবাইকে ক্রেস্ট প্রদান করে অনুষ্ঠান শেষ করেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাল্লা উপজেলা জামায়াতের আমীর নূরে আলম সিদ্দিকী, আব্দুল্লাহ্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা মাও. নূর আহমদ, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, বিএনপি নেতা মাসুদ আল কাউসার, শাল্লা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এম এ রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, যুবদলের সাবেক নেতা আবু সাইদ ও শাল্লা এনসিপির সদস্য রাকিবুল হাসান প্রমুখ।
এছাড়াও শাল্লা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


