পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন প্রভাষক শরাফত উল্লাহ্

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫ 390 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক শরাফত উল্লাহ্। মঙ্গলবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সহকারি পরিচালক (কলেজ-৪) মো. ইমরান আলীর স্বাক্ষরিত আদেশে এ দায়িত্ব পান তিনি।

অফিস আদেশে বলা হয়েছে, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮-এর আলোকে সদ্য সরকারিকৃত পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক শরাফত উল্লাহ্কে শর্ত মোতাবেক আর্থিক ক্ষমতাসহ ভারপ্রাপ্ত অধ্যক্ষের ক্ষমতা অর্পন করা হয়েছে।

অধ্যক্ষের দায়িত্ব পেয়ে খুশি শরাফত উল্লাহ্। তিনি বলেন, দায়িত্ব পেয়ে ভালো লাগছে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের মান অক্ষুন্ন রাখার আপ্রাণ চেষ্টা করবো। আমার সহকারি সকল শিক্ষকদের নিয়ে প্রতিষ্ঠানের উন্নতির লক্ষে কাজ করে যাবো।