ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে জনগণ তার পথ বেচে নেবে: কয়ছর এম আহমদ

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২৫ 409 views
শেয়ার করুন

কেন্দ্রিয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। অধীর আগ্রহ নিয়ে ভোটের জন্য অপেক্ষা করছেন সাধারণ মানুষ। আমরা ডিসেম্বররের মধ্যে যে নির্বাচন চাচ্ছি অন্তর্বতীকালীন সরকার ‍যদি জনগণের কথা বুঝতে না পারে তাহলে জনগণ জনগণের পথ বেচে নেবে। আমরা বিশ্বাস করি এই সরকার জনগণ, বিএনপি ও সব রাজনৈতিক দলের কথা বুঝতে পারবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে এসে বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিনের বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এটা শুধু বিএনপির বক্তব্য নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি যত দ্রুত সম্ভব নির্বাচন। দু’একটা দল বাদে বিএনপিসহ ‘মেক্সিমাম’ রাজনৈক দল একমত হয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। বিএনপি জনগণের দল, জনগণের ভাষা বুঝে। আমরা মনে করি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব।

কয়ছর এম আরো বলেন, দীর্ঘদিন ফ্যাস্টিদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা ফ্যাসিস্টমুক্ত হয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ১৭ বছর ভোটারবিহীনভাবে এই দেশ চলছিল। ভোট ছাড়াই জনপ্রতিনিধি হচ্ছিল, কোনো ভোটের প্রয়োজন হয়নি। ’১৪, ’১৮ ও ’২৪ এর নির্বাচনে ভোটারবিহীন এমপি মন্ত্রী হয়েছিল। জনগণের দাবি একটি গণতান্ত্রিক সরকার।

এর আগে বিকাল ২টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদের বাড়িতে উপজেলার বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে বিকাল ৫টায় পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিনের বাড়িতে যান যুক্তরাজ্য বিএনপির গুরুত্বপূর্ণ এই নেতা। সেখানে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় হয় তার। সব শেষে সন্ধ্যায় দরগাপাশা ইউনিয়নের ঈশাখপুর গ্রামের আবদুল বাহার লন্ডনীর বাড়িতেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কয়ছর এম আহমদ।

এসব কর্মসূচিতে পৃথকভাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আবদাল হোসেন মেম্বার, আবুল কাশেম নাঈম, সদস্য মহির উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান এবাদ, উপজেলা বিএপির সাবেক সহ-সভাপতি ইলিয়াছ আলী, সিরাজ উদ্দিন, সৈয়দ আকিকুর রহমান আকিক, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সদস্য এ জে লিমন,  উপজেলা বিএনপি নেতা হাজি কমর উদ্দিন, ফারুক মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা বাবুল মিয়া, বিএনপি নেতা নূরুল ইসলাম, আলা উদ্দিন আলাই, ছালেক উদ্দিন মেম্বার, শাহীন আহমদ, খলিলুর খলিল মেম্বার, সাব্বির আহমদ ও মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ।

এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপি ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, ওলামাদল, প্রজন্মদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।