আজ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র কারাবন্দী দিবস

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ 266 views
শেয়ার করুন

১/১১ এর সেনা সমর্থিত অবৈধ তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির ৫ নম্বরের পারিবারিক বাসভবন ‘সুধাসদন’ থেকে নেত্রীকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী এবং গণতন্ত্র প্রত্যাশী জনগণের অান্দোলনের মুখে দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালে ১১ জুন সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান দেশরত্ন শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

সংগঠনের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও থানাসহ অন্যান্য ইউনিট সমূহকে মাননীয় নেত্রী’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করতে বিশেষভাবে অাহবান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তিতে নভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম অাফজালুর রহমান বাবু এ আহবান জানান।