কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন আমিরাতের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত ছাড়াও দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে তার আপন কর্মকাণ্ডে। আর্ত মানবতার সেবায়, দেশ ও প্রবাসীদের সম্মান বৃদ্ধিতে কাজ করছে তারা। আগামি দিনেও এমন মানবিক কাজ এ সংগঠন অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সমিতি শারজাহের বঙ্গবন্ধু হলরুমে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন আমিরাতের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বক্তারা এসব কথা বলেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম নাজমুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়ার কৃতি সন্তান, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কাউন্সিলর ও দূতালয় প্রধান আশফাক হোসেইন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, এনআরবি সিআইপি এসোসিয়েশনের সভাপতি ও আল-হারামাইন গ্রুপ, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মাহাতাবুর রহমান নাসির। সম্মেলন উদ্বোধন করেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সিআইপি আলহাজ্ব বদরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাইয়ের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জি এম জায়গীরদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এনাম, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো গুলজার খাঁন, যুগ্ম আহ্বায়ক মাওলানা ছাদিকুর রহমান চৌধুরী, সাবেক উপদেষ্টা বদরুল ইসলাম, আব্দুল হামিদ বদরুল, সাবেক পৃষ্ঠপোষক আকলিম রাজা চৌধুরী, সাবেক সহ সভাপতি আবুল কালাম প্রমূখ।
বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমীন হাসান খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মুকিত সাইদুল, অর্থ সম্পাদক সুলতান আহমদ, বরিশাল বিভাগ কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আহমদ, কানাইঘাট প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এনাম প্রমূখ।
উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাইয়ের কর্মকর্তা আব্দুর রাজ্জাক রেজা, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল আহাদ, সদস্য মিনার মিয়া, রুবেল হোসাইন, মো: আনোয়ার মিয়া, সৈয়দ আসকর আলী, মো: ইয়াকুব আহমদ, আব্দুস সালাম, মাসুক মিয়া, আরিফুল ইসলাম সজল, আবু সুফিয়ান, মামুন আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিম হারুন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আসলাম আমীর আলী, সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম পায়েল, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক হাজী রজব আলী, সাবেক ক্রীড়া সম্পাদক মালেক আহমদ চৌধুরী, সাবেক আপ্যায়ন সম্পাদক মাসুক আলী, সাবেক সদস্য আব্দুল মুকিত মোস্তাকি, হাজী আব্দুল মুকিত, আলকাছ মিয়া, প্রিন্স মাহমুদ সাকিব, সৈয়দ তায়িবুর রহমান জিমন, তারেক মাসুদ, পারভেজ আহমদ চৌধুরী, তানিম মিয়া, আবু মিয়া, জুবায়ের আহমদ, রুবেল হোসেন, হারিছ আহমদ, শওকত আহমদ, ইলিয়াছ আহমদ প্রমূখ।
বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয় এবং কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ছালেক মিয়া ও পবিত্র কোরআন পাক থেকে তেলায়াত করেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক ধর্ম সম্পাদক হাফেজ মাহবুবুর রহমান। শোক প্রস্তাব পাঠ করেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাইফুল ইসলাম সাইফ।
দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রায় দেড় শতাধিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
সম্মেলনের ২য় অধিবেশনে মো: গুলজার খাঁনকে সভাপতি, মো: ছালেক মিয়াকে সাধারণ সম্পাদক, মো: আব্দুল আহাদ কে সাংগঠনিক সম্পাদক এবং মো: মাসুক মিয়াকে অর্থ সম্পাদক করে ৯১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি।