সাভারে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে মৃত্যু শয্যায় যুবক

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মে ১১, ২০২৪ 377 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারে গত দুই সপ্তাহে পুলিশের সাঁড়াশি অভিযানে দুই শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা জেলা (উত্তর) পুলিশ। এ অভিযানের মধ্যেই গতকাল শুক্রবার (১০ মে) একজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে ‘কালা গ্যাং’ সদস্যরা।

গুরুতর আহত ব্যক্তির নাম আকাশ মাহমুদ (২৪)। সে সাভার পৌরসভার ভাটপাড়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ শাহজামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহম্মদ শাহজামান বলেন, গতকাল শুক্রবার রাতে সাভার পৌরসভার আড়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আকাশের মা নাছিমা বেগম জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেল করে তার বাসায় যায় ‘কালা গ্যাং’ এর সদস্যরা। ওই রাতেই স্থানীয় জোড় পুকুর পাড়ে আকাশকে রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে গুরুতর অবস্থায় আকাশকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ইয়াসমিন খানম বলেন, ‘আকাশের অবস্থা সংকটাপন্ন। সারাদেহে উপর্যুপরি ছুরিকাঘাতে তার কিডনী ও লিভার ক্ষতবিক্ষত হয়েছে।’

সাভার মডেল থানার ওসি মোহম্মদ শাহজামান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।