শান্তিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থীর মনোয়ন দাখিল 

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৪ 57 views
শেয়ার করুন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ৪র্থ ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন  এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী সহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।  
বৃহস্পতিবার (০৯ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী।  তারা হলেন- সুনামগঞ্জ সদর আওয়ামী লীগ সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাদাত মান্নান অভি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ ও উপজেলা যুবলীগ সভাপতি এ্যাড বোরহান উদ্দিন দুলন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন।  তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, রফিকা মহির, মোছা. নাজমা বেগম, খাইরুন নেছা ও জেসমিন আক্তার।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র জমা দিয়েছেন ৪ জন।  তারা হলেন- মোশারফ হোসেন জাকির, রুজনুজ্জামান রুকন, মো. জাহাঙ্গীর খাঁন ও মোঃ আনোয়ার হোসেন।
এ বিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।  তবে ১ জন প্রার্থী চুড়ান্ত ভাবে মনোনয়নপত্র দাখিল করতে পারেন নি।
উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত ৪র্থ ধাপে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো গতকাল বৃহস্পতিবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে।  প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ২০ মে।  ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।