বিয়ানীবাজারে ট্রাকের চাকায় পৃষ্ঠ  হয়ে মোটরবাইক আরোহী নিহত

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৪ 581 views
শেয়ার করুন
বিয়ানীবাজার পৌরশহরে ট্রাকের চাকার নীচে পৃষ্ঠ হয়ে মোটরবাইক আরোহী এক যুবকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ৩ এপ্রিল শুক্রবার রাত ৯.৩০ ঘটিকায় পৌরশহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহত যুবক শিবলু আহমদ (২৮) উপজেলার চারখাই ইউনিয়নের সাচান গ্রামের কুতুব উদ্দিনের পুত্র। তারা বর্তমানে পৌরসভার খাসা পন্ডিতপাড়ায় বসবাস করেন।
জানা যায়, ঘটনার সময় শিবলু আহমদ মোটরবাইক যোগে পৌরশহরের দিকে আসছিলেন। ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা বালুবাহি একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে তার মোটরবাইকে ধাক্কা মারে। সাথে সাথে তিনি মোটরবাইক সহ রাস্তায় পড়ে যান। তখন ট্রাকের চাকায় নীচে পড়ে পৃষ্ঠ হয়ে তার শরীর কোমর থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম  ও থানার অফিসার ইনচার্জ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।