কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ৫টি আইসিইউ সংযোজন

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২০ 446 views
শেয়ার করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ করোনা ডেডিকেটেড ইউনিটে আরো ৫টি আইসিইউ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

আজ দুপুরে অর্থ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় নতুন ৫টি আইসিইউ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ- পরিচালকের ডা. মোঃ ফরিদুল আলমের কাছে হস্তান্তর করা হয়।

এনিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৫টি আইসিইউ স্থাপন করা হলো।
এর আগে গত ৩ জুন এই হাসপাতালের করোনা ইউনিট চালু করা হয়। আইসিইউ সংকটের কারনে এই হাসপাতালে মৃতের সংখ্যা বাড়ছিলো বলে জানিয়েছিলো চিকিৎসকরা। একারনেই অর্থ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় এসব আইসিউ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জনবল পেলে খুব দ্রুত এসব আইসিইই চালু করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
সট- ডা. মোঃ ফরিদুল আলম, উপ- পরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল