শান্তিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজ

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, মে ৬, ২০২৪ 41 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। সোমবার দুপুর ১২টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সভা কক্ষে চন্দ্রপুর গ্রামের ১শ’ ৫০জন শিক্ষার্থীদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবণ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতি করেন- বিজ’র উপ নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান। শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিজ’র উপসহকারী পরিচালক (শিক্ষা ও সামাজিক সুরক্ষা) শাহী মাছুমা আক্তার, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আরব আলী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. জফরুল হক, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিন মিন্টু ও বিজ’র প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিজ’র সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ, বিজ’র ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার মো. কামরুজ্জামান, চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব দে, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিনতি সূত্রধর, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলী রানী তালুকদার, নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা বেগমসহ বিজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।