ওমানে যাবে না বাংলাদেশের কোনো ফ্লাইট

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১ 415 views
শেয়ার করুন

 

করোনা সংক্রমণের কারণে ওমান সরকার বাংলাদেশের নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটিতে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ওমান সরকার যে সময় থেকে নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলেছে, সে সময় থেকে দেশটিতে আর কোনো ফ্লাইট পরিচালনা করতে পারছে না বাংলাদেশ। তারা নিষেধাজ্ঞা তুলে নিলে আবারও ফ্লাইট পরিচালনা করা হবে।

করোনা সংক্রমণের কারণে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের প্রবেশের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আগামী শনিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ওমানের করোনাভাইরাস বিষয়ক সর্বোচ্চ কমিটি বুধবার এ সিদ্ধান্তের কথা জানায়।

অবশ্য ওমানের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে যেসব ভ্রমণকারী এ তিনটি দেশে গত দুই সপ্তাহের মধ্যে ভ্রমণ করেছেন, তাদের ওপরও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।