দুবাইয়ে পর্দা উঠলো বাংলাদেশ বইমেলার

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২ 180 views
শেয়ার করুন

 

দুবাইয়ে প্রথমবারের মতো ৩ দিনব্যাপি বাংলাদেশ বইমেলা ও বঙ্গসংস্কৃতি উৎসব এর পর্দা উঠলো। শুক্রবার বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের প্রাঙ্গণে বিকেল ৫টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রক্যাত কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুক্যসচিব কবি কামাল চৌধুরী। এর পর আনুষ্ঠানিক পর্বে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। এ সময় তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা বাঙালি প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে এসব মেলার খুব প্রয়োজন। তিনি এ মেলাকে ধারাবাহিক রাখতে আহবান জানান।

স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল কবি বি এম জামাল হোসেন বলেন, মরুর দেশেও অনেক রত্ন পড়ে আছে। তাদের সে সুপ্ত প্রতিভা বিকাশে এমন আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত ছাড়াও আরব ও ইংরেজি সাহিত্যের বরেণ্য লেখকরা উপস্থিত ছিলেন। ১০ লক্ষ বাংলাদেশির বসবাসস্থল আমিরাতে প্রথমবারের মতো বাংলা বইমেলার স্বাদ পেতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন প্রবাসিরা। মেলার মূলমঞ্চে প্রথমদিনে আরবান রীডার্স প্রকাশিত কামরুল হাসান জনির উপন্যাস ঘরে ফেরার গান, কনসাল জেনোরল বি এম জামাল হোসেন এর নীল রেফাফার চিঠিসহ ৫টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মেলায় ঢাকা তেকে ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। এছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট ৭৪টি স্টল স্থান পেয়েছে। শনি ও রবিবার মেলা প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাহিত্য বিষয়ক নানা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে প্রবাসের মাটিতে এামন সুযোগ পেয়ে নিজেদের পরিবারের বাচ্চাদের বাংলা বই পড়ার আনন্দ প্রকাশ করেছেন প্রবাসিরা।