সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩ 423 views
শেয়ার করুন

সিলেট বিভাগের প্রবাসীদের মরদেহ নিজ খরচে দেশে প্রেরণ, কর্মহীন প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং দেশে প্রবাসী পরিবারের নিরাপত্তার লক্ষে আত্মপ্রকাশ করেছে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ। সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরো জানানো হয়, প্রবাসীদের সার্বিক স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে সংগঠন।

শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় ইফতার, দোয়া ও আংশিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ কুদ্দুস খা মজনু।

সংগঠনের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনের অন্যতম নেতা শাহিন আহমেদ তালুকদার।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মালেক মলিক। প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুল আহাদ জিহাদি। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহ আলম, হাবিবুর রহমান হাবিব, আব্দুল আজিজ উজ্জল, মোহাম্মদ নাসিরুল হক, মুহিবুর রহমান মুহিব, সিরাজুল ইসলাম, আবুল মজিদ, ইঞ্জিনিয়ার রহমত আলী, শামছুল করিম জাহাঙ্গীর, ইমন চৌধুরী, আবুল কালাম আজাদ, দোলন চৌধুরী, মির্জা আবু সুফিয়ান, মোতাহার হোসেন চৌধুরী, আব্দুল্লাহ কাইয়ুম, আব্দুল মালিক রোকন, মোঃ আতাউর রহমান মাসুম, মোহাম্মদ জরিপ হোসেন, আব্দুল খালিক লস্কর, মোঃ ফখরুল আমিন, মোহাম্মদ আলী সোহেল, ফয়জুর রহমান, জাহিদ হাসান, ইসমাইল আলী, ফারহান আহমেদ লাহিন, আহমেদ হোসেন তালুকদার, আলিম উদ্দিন, আব্দুর রহিম, মমিন মিয়া, তারেক আহমেদ, জাকির হোসেন সহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে দুইশতের উপরে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ দুদু মিয়া, মৌলানা মোহাম্মদ কাজল মিয়া।

অনুষ্ঠানের শেষ অংশে সর্বসম্মতি ক্রমে উক্ত সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভাপতি এম এ কুদ্দুস খাঁ (মজনু), সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক মির্জা আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রহমত আলী, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহ আলম ও প্রধান উপদেষ্টা জনাব আব্দুল মালেক (মলিক)।

অনুষ্ঠান শেষে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ ও মুসলিম জাহানের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোলানা মোহাম্মদ আব্দুল আহাদ জিহাদি।