ঈদ উপলক্ষে ২০৩ জন কয়েদিকে মুক্তি দিচ্ছে দুবাই সরকার

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ 628 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের উপ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ঈদ উল আযহার আগে দুবাইয়ে শাস্তি ও সংশোধনমূলক সংস্থার ২০৩ জনকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

দুবাইয়ের অ্যাটর্নি-জেনারেলের কাউন্সেলর ইসম ইসা আল হুমায়দান বলেছেন, মুক্তির আদেশের মাধ্যমে ক্ষমা প্রাপ্ত বন্দীদের নতুন জীবন শুরু করার সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পাবলিক প্রসিকিউশন অবিলম্বে বন্দীদের মুক্তি দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে দেবে যাতে তারা যেন শীঘ্রই দেশে ফিরে গিয়ে নিজ পরিবারের সাথে ঈদ কাটাতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের শাসকরা দেশটির ক্ষমা ও সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বোঝাতে ঈদের মতো বিশেষ অনুষ্ঠানে বন্দীদের মুক্তি দেওয়ার আদেশ দেন।

শুক্রবার, আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, ৫১৫ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কাউন্সিলের সদস্য ও আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়িমী ৬২ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।