আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির ঈদ পূনর্মিলনী

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৪ 44 views
শেয়ার করুন

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ উৎসবে মেতে উঠেছে দেশ প্রবাসের সবাই। পবিত্র মাহে রমজান শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই একত্রিত হওয়ায় সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। এই ধারাবাহিকতা আগামীতে বজায় থাকুক।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি ও বাংলাদেশ কমিউনিটির সম্মানে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় বক্তারা এসব বলেন।

শুক্রবার শারজাহের খোরফাক্কান এলাকার আল রাবি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি শেখ জহির উদ্দিন। সহ সভাপতি জামাল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মালিক।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক আব্দুল হক চৌধুরী শায়েস্তা, উপদেষ্টা সাইজুল ইসলাম দুরুদ, সহ সভাপতি আব্দুল কালাম আজাদ, কছরু মিয়া, অর্থ সম্পাদক মসুদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ, সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, মছব্বির মিয়া, সদস্য আব্দুস সোবহান, কুলাউড়া সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুল হাসান নাসির, সহ সভাপতি তাহের হাসান রেনু, কামারচাক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত জগলু, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের দপ্তর সম্পাদক আবু সুফিয়ান।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুল হক।

বক্তারা বলেন, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি আমিরাতের সভাপতি হিসেবে শেখ জহির উদ্দিন দায়িত্ব পালন করছেন। বর্তমান কমিটি থাকা অবস্থায় একই নামে দ্বিতীয় কোন সংগঠন হতে পারে না। বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করা হবে।