আজমানে ফ্রি করোনা টেস্টের সুযোগ

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ 477 views
শেয়ার করুন

আরব আমিরাতের আজমান বাসিন্দারা একটি বিশেষ কেন্দ্রে আজ ২৩ শে জুলাই বৃহস্পতিবার থেকে বিনামূল্যে কোভিড -১৯ পরীক্ষা করাতে পারবেন। হামিদিয়ার আল বাইত মেতওয়াহিদ হলে এক দিনে ২ হাজার মানুষ পরীক্ষা করাতে পারবে বলে জানানো হয়েছে।

আজমান মেডিকেল জোনের পরিচালক হামাদ তারিম আল শামসী বলেছেন, হলটি কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্র হিসাবে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে ‘সবচেয়ে সহজগম্য স্থান, সুবিধামত পার্কিং এবং ভালো ওয়েটিং এরিয়ার মতো সুবিধাগুলি যা ব্যক্তি ও সংস্থা দুটোরই প্রয়োজন মেটাবে”।

সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কেন্দ্রটি খোলা থাকবে। কোভিড-১৯ পরীক্ষার ফলাফল বাসিন্দাদের ফোনে প্রেরণ করা হবে এবং কোভিড পসিটিভ কেসগুলি আজমান প্রতিরোধক মেডিসিন সেন্টার দ্বারা পর্যবেক্ষণ করা হবে।

আবুধাবি, শারজাহ এবং ফুজাইরাহ অঞ্চলগুলির বাসিন্দাদের জন্য বিনামূল্যে গণ পরীক্ষার ঘোষণা দেওয়ার পর আজমানেও একই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার, ২২ জুলাই থেকে ফুজাইরাহ বাসিন্দাদের জন্য বিনামূল্যে কোভিড -১৯ টেস্টের ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ত্বরান্বিত গণ পরীক্ষার মাধ্যমে, সাড়ে ৪ মিলিয়নেরও বেশি কোভিড -১৯ টেস্ট পরিচালনা করতে সক্ষম হয়েছে।