কুয়েতে নতুন রাষ্ট্রদূত মেজর আশিকুজ্জামান

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০ 791 views
শেয়ার করুন
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমান রাষ্ট্রদুত এসএম আবুল কালামের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
 
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত পরিবর্তনের কথা জানানো হয়।
 
জেনারেল আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনে তিনি ইনস্ট্রাশানাল, স্টাফ ও কমান্ড পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
 
এছাড়া জেনারেল আশিকুজ্জামান সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও কঙ্গোতে জাতিসংঘের তিনটি শান্তি সহায়ক মিশনেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজে সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
জেনারেল আশিকুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং মাস্টার্স অব স্ট্র্যাটেজিক স্টাডিজ সম্পন্ন করেন। তিনি বিবাহিত জীবনে দুই পুত্র সন্তানের জনক। কাজের বাইরে তিনি একজন সক্রিয় গলফার এবং শিল্পী।
 
এর আগে গত ২০ এপ্রিল মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
উল্লেখ্য, গত ৬ জুন কুয়েতের মুশরিফ এলাকা থেকে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করা হয়। এখন তিনি কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচারসহ আরো কয়েকটি অভিযোগ আনা হয়েছে। কুয়েতে মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুল।
 
এদিকে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, পাপুলকাণ্ডে রাষ্ট্রদূত এসএম আবুল কালামের সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হবে।