কুয়েতে পবিত্র ঈদুল আযহা উদযাপন

সাদেক রিপন সাদেক রিপন

কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০ 594 views
শেয়ার করুন
মধ্যপ্রাচের দেশ সৌদি আরবের সঙ্গে মিলিয়ে তেল সমৃদ্ধ দেশ কুয়েতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযাহার নামাজ জামায়তের সহিত অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (৩১ জুলাই) ভোর ৫ টা ২২ মিনিটে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। করোনা প্রর্দূভাব কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফেরা অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে কুয়েতের আওক্বাফ অনুমোদিত যে সকল মসজিদের জুমার নামজ চালু রয়েছে, সেসব মসজিদে ঈদুল আযাহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
 
এছাড়াও কুয়েতের অঞ্চলের বিভিন্ন দেশের প্রবাসী অধ্যুষিত এলাকায় ও বিভিন্ন কোম্পানির বেরাকে খোলা স্থানে বাসার ছাদে নিজেরা জামায়াত করে ঈদের নামাজ আদায় করেন প্রবাসীরা।অনেক প্রবাসী প্রতি বছর দেশের পরিবার ও আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপন করলেও করোনা কারণে ফ্লাইট বন্ধ থাকায় এবার দেশে যেতে পারেনি।
 
করোনার কারণে লকডাইন ফলে সবাই যে যার মত ঘরে ঘরে ছিল। ঈদের নামাজ জামায়াতে আদায়ের অনুমোতি দেওয়ায় প্রবাসীরা আনন্দিত। অনেক প্রবাসীরা মিলে আল্লাহ সন্তুষ্টির জন্য পশু জবাই করে এবং বন্ধু বান্ধব মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।