সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় আয়োজিত গাগলি সুপার লিগ বা জিএসএলের দ্বিতীয় আসরে অংশগ্রহনকারী দল ও প্রথম আসরের চ্যাম্পিয়ান “জায়ান ক্রিকেট ক্লাব” এর জার্সি উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার শান্তিগঞ্জের দিরাই রাস্তা পয়েনন্টের পিউরিয়া সুইটে জার্সি টিমের উন্মোচন করেন জায়ান ক্রিকেট ক্লাবের সত্বাধিকারী আব্দুর রকিব।
এসময় উপস্থিত ছিলেন আদিল ফাইটার্সের অধিনায়ক আবু তাহের সনি, ফারিয়া এন্ড আবির ডাইনামা ডাইনামোস এর অধিনায়ক মোহাম্মদ সুজাত, সাবেক দুবাই প্রবাসী সাজাদ মিয়া ও কাতার প্রবাসী সজিব মিয়া।
জায়ান ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন হিমু, সুমন, সাদিক, শিপলু, তুহা, মিনহাজ, রুবেল, তোফায়েল, হৃদয় ও সায়েফ সহ অনেকেই।
গাগলী গ্রামের কৃতি সন্তান আব্দুর রকিব ও জামলাবাজ গ্রামের দুবাই প্রবাসী সাংবাদিক আমিনুল হক এই বছর দলের জার্সি স্পন্সর করেন। এছাড়া সার্বিক সহযোগিতা করেন উজানীগাও গ্রামের কৃতিসন্তান ব্যারিষ্টার আনোয়ার হোসেন।
জার্সি উন্মোচন শেষে বক্তারা বলেন, বর্তমান যুবসমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ায় মাদক থেকে বিরত থাকে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। আশা করছি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখবে তাঁরা।

