আবুধাবিতে “কলম একাডেমি লন্ডন ” এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাহাঙ্গীর কবীর বাপপি জাহাঙ্গীর কবীর বাপপি
সাংবাদিক, আবুধাবী

অক্ষরে অমরতা শ্লোগানের পতাকাবাহী সামাজিক ও সৃজনশীল সংগঠন “কলম একাডেমি লন্ডন এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখা। এ উপলক্ষে শনিবার, ২৭ সেপ্টেম্বর আবুধাবির শৈবাল হোটেলে আমিরাত শাখার সভাপতি আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ফার্স্ট আবুধাবি ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাফর ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা লেখকদের কল্যাণে সংগঠনের ১৯ দফা দাবি তুলে ধরেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবাসী সংগঠক মাহবুব খন্দকার, প্রধান উপদেষ্টা ও সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপপি, সাংবাদিক এম আব্দুল মান্নান, উপদেষ্টা ও সাংবাদিক মোহাম্মদ ফরহাদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার, নির্বাহী সদস্য মাহবুবুল আলম, সদস্য রফিকুল ইসলাম রোমান, ব্যবসায়ী মাসুম বিল্লাহ, মাইনুদ্দিন এবং সাংবাদিক আব্দুল মান্নান রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান সাগর, নাসির উদ্দিন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।