আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দিলেন সৈয়দ তালহা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫ 443 views
শেয়ার করুন

সুনামগঞ্জ-৩ আসনে দীর্ঘদিন ধরে সংসদ সদস্য হিসেবে নিজের প্রার্থীতা প্রচার করে আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি ওয়াক্কাস অংশের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাত ধরে দলটিতে যোগদান করেন তিনি। এরই সাথে সাথে জমিয়তের সাবেক নেতায় পরিণত হয়েছেন সুনামঞ্জের জগন্নাথপুর উপজেলার এই নেতা। খবরটি নিশ্চিত করেছেন সৈয়দ তালহা আলম নিজেই। আজ রাত ৮টায় মুঠোফোনে এক বার্তা ও ছবি পাঠিয়ে খবরটি নিশ্চিত করেন তিনি। এরপর মুঠোফোনে কথা হয় জগন্নাথপুরে ‘জনতার চেয়ারম্যান’ খ্যাত সৈয়দ তালহার সাথে। গণতান্ত্রিক সংস্কার জোটের অংশ হিসেবে তার এই সিদ্ধান্তকে সুনামগঞ্জ-৩ আসনের সাম্প্রতিক রাজনীতিতে একটি বড় পরিবর্তন বলে মনে করছেন অনেক রাজনৈতিক নেতারা।

তালহা জানান, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক সহিংসতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা তাকে একটি নৈতিক সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। তিনি বলেন, এই ঘটনা আমাকে স্পষ্টভাবে বুঝিয়েছে—বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার বিপরীতে একটি সাহসী, প্রো-বাংলাদেশি ও নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি গড়ে তোলা জরুরি। সেই বিশ্বাস থেকেই আমি আমার বাংলাদেশ পার্টিতে যোগ দিয়েছি এবং পরিবর্তনের পথে কাজ করতে চাই। সুনামগঞ্জ-৩ আসনে এই দল থেকেই নির্বাচন করবো। আশা করছি সাধারণ মানুষ আমাকে মন থেকে সাপোর্ট করবেন।

আমার বাংলাদেশ (এবি) পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. জসিম উদ্দিন সৈয়দ তালহা আলমের যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের দলের লক্ষ, আদর্শ, সাম্য ও মানবিক মূল্যবোধের বিষয়ে জেনে বুঝে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছেন এবং সুনামগঞ্জ-৩ আসন থেকে আমাদের দলীয় প্রতীক ঈগল মার্কা নিয়ে নির্বাচন করবেন। তিনি বলেন, তালহা আলমের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কাঠামো জোরদার করা হবে। এতে করে আগামী জাতীয় নির্বাচনে এবি পার্টি ও গণতান্ত্রিক সংস্কার জোট সুনামগঞ্জ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমরা আশা করি।

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী নাছির বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় আমাদের কার্যালয়ে এসে ফরম পূরণ করে দলে যোগদান করেছেন। আমরা জানি, তিনি তার আসনে জনপ্রিয় একজন নেতা। আশা করছি সুনামগঞ্জ-৩ আসন তিনি আমাদের উপহার দেবেন।

প্রসঙ্গত: তালহা আলম হাসিনা সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিলেন। জুলাই বিপ্লবেও ছাত্রজনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। বিভিন্ন সামাজিক কাজে ও মানবিক সহায়তায় সবসময় সরব তরুণ এই নেতা।