যুক্তরাজ্যের ইপসুইচ আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫ 12 views
শেয়ার করুন

 

দেশ এখন রাজাকারের চেতনার দখলে। মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিয়ে উল্লাস করে যা জাতির ইতিহাসে কলংকজনক। ইপসুইচ ও সাফোক আওয়ামী লীগের বিজয় দিবসে এ কথা বলেছেন বক্তারা। ষোল ডিসেম্বর রাতে স্থানীয় একটি রেস্তোরায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।

ইপসুইচ এন্ড সাফোক আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ আবুল লেইসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ জুনাব রব্বানী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান। সভায় সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আব্দুর রহিম, সহ সভাপতি গোলাম আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আলী হোসেন, যুগ্ম আব্দুল হামিদ,সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন বাচ্চু, কৃষিবিষয়ক সম্পাদক সুন্দর আলী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তাহা আহমেদ আদিল, ছাত্র নেতা আবুল হোসেন । সভাশেষে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক আশকর আলী।।