বাংলাদেশ প্রেস ইউনিটির ২১ সদস্যের কমিটি গঠিত
আহবায়ক ফেরদৌস রূপক, সদস্য সচিব উজ্জল
নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বায়ান্ন টিভি

সাংবাদিকদের অধিকার রক্ষায় নিবেদিত সংগঠন বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ফেরদৌস রহমান রূপক ও শাহজালাল ভূঁইয়া উজ্জলকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা করেন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা ও দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদী।
তিনি বলেন, নতুন এই কমিটি অতিতের চেয়ে আরো দৃঢ়তা-সততা ও নিষ্ঠতার সাথে সাংবাদিকদের পাশে থাকবে। একই সাথে আগামী ৩ মাসের মধ্যে সারাদেশে সাংগঠনিক শাখা কমিটি গঠনের মধ্য দিয়ে কেন্দ্রীয় কাউন্সিল বাস্তবায়নে নিবেদিত থাকবে।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক- শাওন মাহমুদ, হুমায়ুন মুজিব, শান্তা ফারজানা, মোঃ এনামুল হক আবির, মো. তোফায়েল ইসলাম, নিথর মাহবুব, মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম; সদস্য সামিউল ইসলাম, বিমল সাহা, এম সাইফুল্লাহ, মুনসুর আহম্মেদ পাশা, সাইফুল্লাহ, মেহেরুল মিরাজ, তমা কর, সাকের আহম্মেদ বিপ্লব, সোহেল রহমান, জাকিয়া হোসেন, সোমা আক্তার, ফাতেমা নাসরিন, মোঃ আসিফ, মো. আলী মুবিন এবং শামীমা নাসরিন লিপা।
বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ফেরদৌস রহমান রূপক বলেন, নীতির সাথে সাংবাদিকতা করছি ২ যুগ ধরে, কিন্তু কখনোই কোনো সাংবাদিক সংগঠনকে বিপদে পাশে পাইনি, তাই সাংবাদিকদের বিপদে আপদে পাশে থাকার অঙ্গীকার নিয়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।
সদস্য সচিব শাহজালাল ভূঁইয়া উজ্জল বলেন, আমি মানুষের সেবার লক্ষ্যে সাংবাদিকতা করি, সেই সেবাব্রত নিয়েই বাংলাদেশ প্রেস ইউনিটির মত অনন্য সাংবাদিকবান্ধব সংগঠনে কাজ করছি প্রায় ৬ বছর। নতুন এই দায়িত্ব পালনে নিরন্তর চেষ্টা চালিয়ে যাবো।
উল্লেখ্য, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘ প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর’ শ্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। পরবর্তীতে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়।