ভয়ানক আগুনে পুড়ে ছাই হলো দুটি পরিবারের স্বপ্ন

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪ 112 views
শেয়ার করুন

ভয়ানক আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে দুটি পরিবারের সকল স্বপ্ন। হঠাৎ করে উতপত্তি হওয়া আগুন লেগে যায় বিদ্যুতের লাইনে। মূহূর্তেই পুড়ে ছারখার হয়ে যায় দুটি বসত ঘর ও একটি গোয়ালঘর। বসত ঘর আগুনে পুড়ে যাওয়ায় পরিবার নিয়ে রাস্তায় বসেছেন দিনমজুর মংলাই মিয়া ও দবির মিয়া।

গত ৬ই নভেম্বর বুধবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের ছড়হাটিতে এই ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে দিনমজুর মংলাই মিয়া ও দবির মিয়ার স্বপ্ন। ঘরের আসবাবপত্র, খাটপালং, গ্যাসের চুলা, থালাবাসন, কাপড়চোপড়ের সাথে ঘরে রাখা ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, বাড়ির দলিল ও নগদ অর্থ সহ অনেক জরুরি কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫ লক্ষ টাকা বা তার বেশী।

আগুনের সূত্রপাতের উৎপত্তির বিষয়ে জানতে চাইলে, দিনমজুর মংলাই মিয়া জানান, বাড়ির পাশেই কৃষিজমিতে কাজ করছিলাম। হঠাৎ করে মানুষের চিৎকার শুনে বাড়িতে এসে দেখি আমার ঘরবাড়ির সব পুড়ে যাচ্ছে। আমার পড়নের জামা কাপড় ছাড়া আর সব কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

ভয়ানক আগুনে নিঃস্ব হয়ে যাওয়া মংলাই মিয়া ও দবির মিয়াকে সরকারি সাহায্যের আহবান জানিয়েছেন গ্রামবাসি।

ভয়ানক আগুনে নিঃস্ব হয়ে যাওয়া পরিবার দুটির প্রতি সহানুভূতি জানিয়ে জয়কলস ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জামলাবাজ গ্রামের বাসিন্দা আব্দুল বাসিত সুজন বলেন, অসহায় মংলাই মিয়ার বাড়িটি আমি পরিদর্শন করেছি। অতি বিলম্বে সরকারিভাবে একটি ঘর করার চেষ্টা করব এবং আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।