বিশ্ব শিশু দিবস-২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ইসলামিক রিলিফ বাংলাদেশ অরফ্যান স্পন্সরসিপ প্রোগ্রাম, সুনামগঞ্জ ফিল্ড অফিস। দিবসটি উপলক্ষে সিএলসি’র শিশু কিশোরদের নিয়ে চিত্রাংকন, কুইজ, বলপাস প্রতিযোগিতা ও আলোচনা সভা করে উন্নয়ন সংস্থাটি। বুধবার দুপুর ১টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এসব কর্মসূচি পালন করা হয়। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কৃত করেন অতিথিরা।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ ফিল্ড অফিস ইনচার্জ মো. ছামছুল আলম। প্রোগ্রাম সিএম মো. সিরাজুল হকের সঞ্চালনায় উক্ত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা মডেল সরকারি হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ও সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার এবং পশ্চিম পাগলা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি পূরবী রানী রায় ও সাইফুর রহমান চৌধুরী। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে শিশু-কিশোররা আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতা অংশগ্রহণ করে।
এসময় ইসলামিক রিলিফ সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


