আনছার উদ্দিনের নেতৃত্বে শহীদদের শ্রদ্ধা নিবেদন 

প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫ 65 views
শেয়ার করুন
বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিনের নেতৃত্বে শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাত ১২টা ১ মিনিটে উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শহীদ মিনারে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পন করেছেন তারা। পুষ্পস্তবক অর্পণের আগে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে শ্লোগান দিয়ে শহীদ মিনারে আসেন নেতাকর্মীরা। এসময় শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করেন শহীদ মিনার প্রাঙ্গন। পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্য রাখেন আনছার উদ্দিন। 
৭১ এর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্যে আনছার উদ্দিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন নিয়েও একটি গোষ্ঠী চক্রান্ত করে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর উপর হামলার ঘটনা বিএনপির কাঁধে চাপানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষ ও যুবসমাজ যতদিন বেঁচে থাকবে ষড়যন্ত্র করে ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবে না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। সবাই তাঁর জন্য দোয়া করবেন। শেখ হাসিনা বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছি ভারতের কাছে দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিলো বলে মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন৷ পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক শ্যামল আহমদ, ইউনিয়ন বিএনপির সদস্য আলতা হোসেন, আখলুছ আলীম, বিএনপি নেতা সাজাদ মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, সদস্য মাছুম আহমদ, শহিদুল ইসলাম মুন্সি, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল হক, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আখলুছ আলীম, যুগ্ম-সম্পাদক খায়রুজ্জামান মামুন, যুবদল নেতা সিজিল আহমদ, মিজান তালুকদার, আল ফাহিম নাজু, ফটিক চৌধুরী, সাদিক আহমদ, সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির আহমদ ও ছাত্রদল নেতা ইমরান হোসেন।