সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করায় প্রতিবাদ জানিয়েছেন, ইন্টারফ্লো লি.-এর সেল্স ম্যান দিলদার চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় এক লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আমি ট্র্যাভেলস্ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সুনামের সাথে এই ব্যবসা পরিচালনা করে আসছি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেনি। কিছুদিন আগে কোনো রকমের বিপত্তি ছাড়াই আমার প্রতিষ্ঠানের (ইন্টারফ্লো লি.) মাধ্যমে সৌদি আরবে যান শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের বাসিন্দা সাইকুল ইসলামের ছেলে ইমন আহমদ। সে বিদেশে যাওয়ার সময় তার কাছে আমার ২ লক্ষ টাকা পাওনা থেকে যায়। এই টাকা চাইতে গেলে সে টাকা দিতে নানান টালবাহানা শুরু করে। এ নিয়ে তার বাবার সাথেও আমার কথা হয়। তিনিও টাকা দিতে আগ্রহ দেখান। এমতাবস্থায় গত বুধবার ইমন আহমদ তার ব্যক্তিগত ফেসবুকে আমার বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার চালায়। যা আমার পেশা বা আমার ব্যক্তিজীবনের সাথে কোনো ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তার প্রচারিত কথাবার্তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। মূলত সে আমাকে ব্যবসায়ীক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার এমন প্রচারণা। আমার প্রাপ্য টাকা না দিতেই সে এমন অপপ্রচার করছে বলে আমি মনে করছি। আমি তার এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং অচিরেই এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
অভিযুক্ত ইমন আহমদের ভাই মামুন আহমদ বলেন, আমার ভাইকে তিনি যে কাজ দিয়ে সৌদি পাঠিয়েছেন সে কাজ দেননি। আমি তার সব টাকাও পরিশোধ করেছি। আমার ভাই সম্পর্কে তিনি যা বলছেন তা মিথ্যা। আমি বরং এসব সমস্যা সমাধানে স্থানীয় মানুষের সাথে হাঁটছি এবং কথা বলছি।


