জমিয়তকে ধানের শীষ উপহার দিলে বিজয় সুনিশ্চত: সৈয়দ তালহা
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রিয় প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম বিএনপির নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনারা দেখে যান আমাদের জমিয়তের অবস্থা, শায়েখে কাতিয়া (র.), শাখেয়ে গাজীনগরী (র.) ও শায়েখে জামলাবাজীর নের্তৃত্বের অবস্থা দেখুন। এই আসনে তাদের জয় জয়কার। আশা করছি সব কিছু বিবেচনায় এনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকটি জমিয়তকে উপহারে দেবেনে। এবং আমরাও কথা দিচ্ছি, কোনো বড় বড় নেতাদের নিয়ে নয়, সাধারণ জনগণকে সাথে নিয়ে ধানের শীষ নিয়ে বিজয় অর্জন করবো। যদি বিএনপি জমিয়তকে ধানের শীষ উপহার দেয় তাহলে সুনামগঞ্জে জমিয়ত ধানের শীষ প্রতীক নিয়ে ১-০ তে এগিয়ে থাকবে।
শুক্রবার বিকাল ৫টায় শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে তারুণ্যের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ তালহা আলম।
তিনি বলেন, যদি আমি নির্বাচিত হই তাহলে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে স্থানে নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত স্থানে নির্মাণের জন্য কাজ করবো। তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলা, ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে কাজ করার ব্যপারে আমাদের দৃষ্টিভঙ্গি সজাগ থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন সেই ৩১ দফার বাস্তবায়নেও কাজ করা হবে।
আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে উল্লেখ করে সৈয়দ তালহা বলেন, আজ দেশ নায়ক তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার আলাপ করেছেন। তারা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আগামী রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের ব্যপারে ঐক্যমত হয়েছেন। যদি কোনো কারণে নির্বাচন পেচনে যায় তাহলে ঈদের পর পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করুন যাকে আপনারা বিপদে আপদে ডাকে দিলেই কাছে পান। আমার চেয়ে ভালো কেউ হলে তাকেই গ্রহণ করুন। কিন্তু কোনো চাদাবাজ, সন্ত্রাস, দালালকে প্লিজ গ্রহণ করবেন না। কারণ যদি একবার গর্তে পরে যাই পাঁচ বছরের জন্য আমরা আটকে যাবো।
বাংলাদেশ যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আয়োজিত তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব জমিয়তের সভাপতি মাও. শহীদুর রহমান। শান্তিগঞ্জ যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাও. সাদিকুর রহমান ও উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আনসারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি হজরত মাও. আবদুস শহীদ জামলাবাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাও. হুসাইন আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ রশীদ আহমদ, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাও. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক এম আবদুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, যুব বিষয়ক সম্পাদক মাও. শাহীনর রহমান শাহীন ও জেলা ছাত্র জমিয়তের সভাপতি সোহাইল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত সভাপতি মাও. কবির আহমদ খান, সহ-সভাপতি হাফিজ জিল্লুল হক, সহ-সম্পাদক হাফিজ আতিকুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাও. আফাজ উদ্দিন, প্রচার সম্পাদক মিয়া হাসান তালুকদার, জেলা ছাত্র জমিয়ত সভাপতি মুফতি সুহাইল আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাও. সামরান আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি কবির আহমেদ ও সাবেক ছাত্রনেতা মাও. আব্দুল্লাহ নোমানসহ আরো অনেকে।