শান্তিগঞ্জে এড. ইয়াসীন খানের গণসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময়
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক

শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় ধারাবাহিকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ আসনে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট জজকোর্টের এপিপি এড. ইয়াসীন খান। এরই ধারাবাহিকতায় বুধবার দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে ঈদের শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন তিনি। সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের শিমুলবাক গ্রাম ও বাজার, মুরাদপুর বাজার, লালুখালি, মুক্তাখাই, পাশাগঞ্জ বাজার, রামেশ্বরপুর বাজার, কান্দার পয়েন্ট, আমরিয়া গ্রামের পয়েন্ট, ধনপুর ও সরদারপুর পয়েন্ট, বিভিন্ন নৌপথ ও সড়ক পথে ঈদ শুভেচ্ছা ও গনসংযোগ করেন এড. ইয়াসীন খান।
এড. ইয়াসীন খান বলেন, আলহামদুলিল্লাহ। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের সমর্থনে ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবো আশাবাদী ইনশাআল্লাহ।
এড. ইয়াসিন খান ছাড়া গণসংযোগ ও ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজি নুরুল হক, শিমুলবাক ইউনিয়ন জামায়াতের সভাপতি এখলাছুর রহমান, সহ-সভাপতি আঞ্জু মিয়া, সেক্রেটারি হাফেজ মিনহাজ উদ্দিন, দরগাপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি শামীম আলম, পাথারিয়ার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুর রশিদ, পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শিব্বির আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন বায়তুল মাল সেক্রটারি ওলিউর রহমান, জয়কলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলাউর রহমান, জামায়াত নেতা ডা. সাইদুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের পাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি আজমদল আহমদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- আনোয়ার হুসাইন, তহুর আলম, এস এম ফরিদ, মঞ্জুর আহমদ, মাহবুব আহমদ, মহি উদ্দিন, আবদুল লতিফ, গোলাম আজম ও শামসুদ্দিন প্রমুখ।