আ’লীগ নেতা হান্নানের খবর নিচ্ছেন নাহিদ এমপি

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৪ 346 views
শেয়ার করুন

 

 

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন রাতে রাজনৈতিক প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবার দুপুরে তার পায়ে অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

 

আহত মো. আব্দুল হান্নান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার৷ আনুমানিক রাত ৮ টায় দক্ষিণ বিয়ানীবাজারস্থ মো. আব্দুল হান্নানের মালিকানাধীন জান্নাত টেলিকমের আশপাশ এলাকায় ২৫/৩০ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাকে একা পেয়ে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে দুই পা ও শরীরের বিভিন্ন অংশে জখম করে মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে চলে যায়। একপর্যায়ে পথচারীরা ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নানকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের কয়েক স্থানে অস্ত্রোপচার করা লাগতে পারে।

আহত আব্দুল হান্নান বলেন, এখনো আমার শারীরিক অবস্থা ভালো নেই। একটু সুস্থ হলে থানায় মামলা করব।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।