রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের অভিষেক

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২ 86 views
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংযুক্ত আরব আমিরাতে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের অভিষেক অনুষ্টিত হয়েছে। শুক্রবার আজমানের হিলু এলাকায় অবস্থিত ইয়াকুব সৈনিক ফার্ম হাউজে আয়োজিত অভিষেক অনুষ্টানে সভাপতিত্ব করেন রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের সভাপতি ইমন মোহাম্মদ হাকিম।

রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও প্রধান উপদেষ্টা হুমায়ুন কবিরের যৌথ পরিয়ালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হচ্ছে তৈরি পোশাক শিল্প। দেশের অর্থনীতি ও রেমিটেন্স বেগবান করতে পোশাক শিল্পের কোনো বিকল্প নেই। গোটা বিশ্বে পোশাকশিল্পে বাংলাদেশ বেশ খ্যাতি অর্জন করেছে। এ দেশের তৈরি পোশাকশিল্প রপ্তানি বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি আরো বলেন, প্রবাসে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ ও প্রবাসীদের জন্য সুযোগ সুবিধার পাশাপাশি সুনাম বয়ে আনতে পারবেন। দেশ ও প্রবাসীদের কল্যাণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। বাংলাদেশের রেমিটেন্সের বড় একটা অংশ যায় পোশাক শিল্পের মাধ্যমে। আমাদের এই ধারাটি অব্যাহত রাখতে হবে। দেশের অর্থনীতিকে সচল রাখতে বৈধ পথে টাকা পাঠিয়ে রেমিটেন্সের পরিমান বাড়াতে হবে।

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপি, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ, আজমানের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম, বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনসারুল হক, আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার, বিজনেস অ্যাসোসিয়েশন দুবাই আবিরের সাধারণ সম্পাদক আলহাজ ইয়াকুব সৈনিক, আজমান বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন, ফরিদপুর এসোসিয়েশন আমিরাত শাখার সভাপতি বুলবুল আহমেদ মুকুল, বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, মহিউদ্দিন মহিন, মোহাম্মদ কাশেম মিয়া, শহীদুল ইসলাম চৌধুরী,শামীম আহমেদ, লোকমান খান, সুমন আহমেদ,সালাউদ্দিন আরিফ রনি, মোহাম্মদ নাসির, মেজবাহ উদ্দিন গাজী, সিআইপি শিমুল মোস্তফা, সালাউদ্দিন আরিফ, লোকমান খান।

আরো উপস্থিত ছিলেন সুমন আহমদ, সফিক মিয়া, জাফর ইসলাম, সজিব খান, আব্দুল মতিন, রফিকুল ইসলাম, হিরণ মৃধা, আব্দুর রহিম, রাশেদ খান, সিরাজুল ইসলাম, মতিউর রহমান, শাহ আলম, মনির আবরার, মাইন উদ্দিন, বাহাদুর মামুন, হযরত আলী, মোহাম্মদ সেলিম, আশরাফুল আলম, মাহমুদ আলম, ছালাউদ্দিন রনি, দুলাল সরকার, আব্দুস সবুর, পারবেজ মিয়া, মামুন সরকার প্রমুখ।