শান্তিগঞ্জ উপজেলার মানুষ আমাকে ভালবেসে পাশে দাড়িয়েছে। অতীতে উপজেলার ৮টি ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে তাদের ভালবাসার বহিপ্রকাশ দেখিয়েছেন। আগামী ৫ জুন সবার ভালবাসা ও মাইক মার্কায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে উপজেলা বাসীর প্রতিনিধি হিসেবে মুখ্য ভূমিকা পালন করতে চাই। আমার মার্কা মাইক, আপনারা ধোকাবাজদের কথা না শুনে মাইক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রইলো।
আগামী ৫ জুন শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন জাকির নোয়াখালী বাজারে মাইক প্রতীকের পক্ষে মিছিল ও পরবর্তী পথসভায় এসব কথা বলেন।
শুক্রবার বিকাল ২টায় নোয়াখালী বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল-সভা অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর মটর-শ্রমিকলীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন জাকির, জামলাবাজ গ্রামের প্রবীণ মুরব্বি রইচ উদ্দিন, পঞ্চায়েত কমিটির সভাপতি হাজি আছির মাহমদ, হাজী আব্দুল মুকিদ, কাজী জালাল উদ্দিন, আবদুল মতলিব, হাজি আবদুল কালাম, নিজাম উদ্দিন, সাবাল হোসেন, হাসনাবাজ গ্রামের মুরব্বি মজর আলী, মামনপুর গ্রামের মুরব্বি মফজ্জুল আলী ও শিমুলবাক ইউনিয়নের মুরব্বি মজমদার আলী।
এ সময় জামলাবাজ গ্রাম সহ সুরমা পাড়ের ১১ গ্রামের মুরব্বি, যুবকসহ সব শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৫ জুন অনুষ্ঠিত শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন জাকির এবছর মাইক প্রতীকে নির্বাচন করছেন।