সফিক উদ্দিন মনোয়ার বেগম ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩ 206 views
শেয়ার করুন

‘সেবার বন্ধনে আকড়ে ধরবো মানবতাকে’ এ স্লোগানে উজ্জীবিত হয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে সফিক উদ্দিন মনোয়ারা বেগম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটি হলো অসহায় দারিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের বাসস্থান চিকিৎসা ও শিক্ষা সহায়তায় এগিয়ে আসা।ফাউন্ডেশন প্রতিষ্টার পর থেকে ধারাবাহিকভাবে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছে ফাউন্ডেশনটি।

তারই ধারাবাহিকতায় ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার সকালে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষিকা রাজিয়া বেগম।ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সরোওয়ার আলম এর সঞ্চালনায় ও পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হাজী লুৎফুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ওহিদুর রেজা মাছুম,ঘুঙ্গাদিয়া বড়দেশ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের
সভাপতি হারুণুর রশীদ,বিয়ানীবাজার সিন্ডিকেট এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন। সফিক উদ্দিন মনোয়ার বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. সুমন আহমদ, ইউপি সদস্য ওয়াহিদুর রহমান, সমাজসেবী মাসুক উদ্দিন সহ আরো অনেকে।

আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই দেশ গড়ার নেতৃত্ব দেবে। শিশুরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করবে এবং বঙ্গবন্ধুর মতো উদার মানবিক চেতনা নিয়ে বড় হবে। সরকার শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও উন্নত জীবন গঠনে কাজ করছে। ‘সফিক উদ্দিন মনোয়ারা বেগম ফাউন্ডেশন’ সরকারের পাশাপাশি শিশুদের উন্নয়ন ও নানা সহযোগিতায় সব সময় এগিয়ে এসেছে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি বছর শিক্ষা সামগ্রী বিতরণ করছে। এরই ধরাবাহিকতায় মঙ্গলবার ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করল। ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. সুমন আহমদের এই উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. সুমন আহমদ বলেন, আমার পিতা-মাতার নামে গঠিত এই ফাউন্ডেশন সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে। সকলের সহযোগিতা পেলে আমার এ ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে আরো সচেষ্ট হবো। আমাদের শিশুরা লেখাপড়া শিখে এগিয়ে যাক সাফল্যের অনন্য চূড়ায়, এমনটাই প্রত্যাশা করেন তিনি।