ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বিয়ানীবাজার মানবসেবা সংস্থার ঈদ পূনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩ 257 views
শেয়ার করুন

 পূর্ব সিলেটের  ঐতিহ্যবাহী  অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিয়ানীবাজার মানবসেবা সংস্থার ঈদ পূনর্মিলনী, আলোচনা সভা ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিয়ানীবাজার রয়েল স্পাইসি  রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার উপদেষ্ঠা, সদস্য ও অতিথিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিনত হয়।

সংস্থার সভাপতি কাউন্সিলর এনাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করীমের সঞ্চালনায়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ও সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুকুল হক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য খসরুল হক খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, শেওলা ইউনিয়নের চেয়ারম্যান জহুর উদ্দিন, মুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান ফরিদ আল মামুন, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সংস্থার গভর্নিং বডির চেয়ারম্যান কবি ওয়ালি মাহমুদ ও লন্ডন প্রবাসী সাহাব উদ্দিন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা বিয়ানীবাজার মাহমুদ সিএনজি ষ্টেশনের স্বত্বাধিকারী প্রবাসী কমিউনিটি নেতা লুৎফুর রহমান ও সংস্থার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ কবির উদ্দিন।

সভায় অন্যানের মধ্যে শুভেচছা বক্তব্য রাখেন সংস্থার সহ- সভাপতি এম.এ সামাদ তাফাদার বাবেল, সংস্থার সিনিয়র সদস্য,  সমাজসেবী সুয়েব আহমদ, সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী (জয়নুল),  কোষাধ্যক্ষ জুনেদ আহমদ সহ  প্রমুখ । অনুষ্ঠানে সংস্থার গভর্নিং বডির সদস্য, আজীবন সদস্য, সিনিয়র সদস্য ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিয়ানীবাজার মানবসেবা সংস্থা সূচনালগ্ন থেকে উপজেলার বিভিন্ন সেবামূলক কাজে বিশেষ অবদান রেখে আসছে। বিশেষ করে করোনা ও বন্যা সময়ে সংস্থার সদস্যরা কাফন-দাফন, ফ্রি অক্সিজেন সরবরাহ সহ নানা কার্যক্রম প্রশংসার দাবিদার।

 

সংস্থার দ্বায়িত্বশীলরা জানান, অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা, শিক্ষা সামগ্রী বিতরণ, ব্লাড ক্যাম্পিং, খাদ্য বিতরণ, বিয়ানীবাজার পৌর শহরের সৌন্দর্য বর্ধনের কাজ সহ নানা সেবামূলক কার্যক্রম সকলের সহযোগিতায় বাস্তবায়ন করেছে সংস্থাটি। আগামীতেও মানবসেবামূলক এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা।

 

অনুষ্ঠান শেষের অতিথি ও সংস্থার সদস্যদের সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয়।