আমিরাতে গ্রেটার কুমিল্লার সম্মেলন অনুষ্ঠিত

সিআইপি মাহাবুব মানিক সভাপতি ও নাসির কাওছার সম্পাদক নির্বাচিত

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১ 391 views
শেয়ার করুন

কুমিল্লা এগুলে বাংলাদেশ এগুবে। দেশের উন্নয়নে প্রবাসের আঞ্চলিক সংগঠনগুলো মূখ্য ভূমিকা রাখে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহে গ্রেটার কুমিল্লা এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

সোমবার শারজাহের বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি ও বৃহত্তর কুমল্লিার কৃতি সন্তান এম এ বাসার। বাংলাদেশ সমিতি শারজাহের সাধারণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লার সন্তান শাহ মোহাম্মদ মাকসুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরাতের গোল্ডেন ভিসাপ্রাপ্ত কুমিল্লার সন্তান সিআইপি মাহাবুব আলম মানিক ও সিআইপি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সম্মেলন উদ্বোধন করেন প্রকৌশলী নওশের আলী এবং স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী শহিদুল ইসলাম ।

এ সময় কমিউনিটি থেকে বক্তব্য রাখেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক আব্দুস সবুর, জহির উদ্দিন, হাজী শরাফত আলী, আইয়ূব আলী বাবুল, ইসমাইল গণি চৌধুরী, জাকির হোসের চুট্টু, সিআইপি আব্দুল করিম, সিআইপি বদরুল ইসলাম, কাজী মোহাম্মদ আলী, সালাহ উদ্দিন, নারীনেত্রী কাওসার নাজ নাসের সহ আরো অনেকে।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি সিআইপি রিপন দত্ত, জাকির হোসেন, দেলওয়ার আহমদ, নাসির উদ্দিন কাওছার, জাহাঙ্গীর আলম রূপু, সিকদার শাফায়েত উল্লাহ, মকবুল হোসেন, তারেকুল ইসলাম দুর্জয়।

পরে সিআইপি মাহাবুব আলম মানিককে সভাপতি ও নাসির উদ্দিন কাওছারকে সাধারণ সম্পাদক করে দু বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

এ সময় বক্তারা বলেন, এ সংগঠন বিগত দিনে প্রবাসি ও দেশর মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে গেছে। আগামি দিনে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।