বাংলাদেশ সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র আজমানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১ 586 views
শেয়ার করুন

বাংলাদেশ সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র,আজমান সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। আজমানের একটি অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত আলোচনা সভাটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব কামাল হোসাইন খান সুমন ও ফাউন্ডার মেম্বার জহিরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক ইব্রাহীম ওসমান আফলাতুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান, বাংলাদেশ সমিতি দুবাইয়ের ফাউন্ডার সভাপতি প্রফেসর এম এ সবুর, বাংলাদেশ সমিতি শারজাহ’র সিনিয়র সহসভাপতি ইসমাইল গণি চৌধুরী। বাংলাদেশ সমিতি দুবাইয়ের সহসভাপতি কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমার সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন মল্লিক, যুগ্ন সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র উম্ম আল কৈইনের সভাপতি সবুজ হাসান,

বক্তব্য রাখেন কমিউনিটি নেত্রী কাজী গুলশান আরা, বাংলাদেশ সমিতি দুবাইয়ের যুগ্ন সাধারণ সম্পাদক আনসারুল হক, জাবেল সিনা মেডিকেল সেন্টার এর এম ডি ডা: এম এ গফুর, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র আজমানের ফাউন্ডার মেম্বার ও সাংবাদিক তিশা সেন, আবু বক্কর ছিদ্দিক, শাফায়াত উল্যাহ শিকদার ও নিজাম উদ্দিন তুষার।

স্বাগত বক্তব্য রাখেন আরেক ফাউন্ডার মেম্বার তরিকুল ইসলাম শামীম এবং কোরআন তেলাওয়াত করেন চকরিয়া প্রবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিন এনাম।

আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মুনছুর সবুর, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি হাজী আবদুর রব, বাংলাদেশ সমিতি দুবাইয়ের ডাইরেক্টর মোজাহার উল্যাহ মিয়া ও রাসেদুল আলম দুলাল, দুবাই আওয়ামীলীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মইনুল হোসেন মইন, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র উম্ম আল কৈইনের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ এর সহসভাপতি মিহির ব্রাগ্নোরা ও মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি ওবাইদুল হক। চকরিয়া প্রবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এহেসান চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজাহ’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র আজমানের ফাউন্ডার মেম্বার এম এ বাশার, মুকবুল হোসেন, সাংবাদিক মুহাম্মদ ইসমাইল, রাজু আহমেদ ফিরোজ মিয়া, রুবেল মিয়া প্রমুখ।