টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সুখবর

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ 1,197 views
শেয়ার করুন

যাপিত জীবনের সবকিছুই পাল্টে দিয়েছে করোনাভাইরাস। থমকে গেছে সবকিছু। প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ অবস্থায় মাঠের খেলা বন্ধ। কবে ফের পরিস্থিতি স্বাভাবিক হবে বলার সুযোগ নেই। এ কারণেই শঙ্কায় পড়েছে এ বছরের অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

অলিম্পিক গেমস স্থগিত হয়ে গেলেও ২০ ওভারের ক্রিকেটের বিশ্বসেরার এই লড়াই স্থগিত করা হয়নি। এখনো লড়াইয়ের আশা দেখছেন আয়োজকরা।  খোদ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানাল সুখবর। সব ঠিকঠাক হয়ে উঠলে নির্ধারিত দিনেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এ বছরের  ১৮ অক্টোবর শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের লোকাল অর্গানাইজিং কমিটি পরিস্থিতির দিকে নজর রাখছে। সামনেও করোনাভাইরাস পরিস্থিতিতে চোখ রাখবেন তারা।

বিশ্বকাপ চলবে ১৫ নভেম্বর অব্দি। অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে হবে লড়াই। নির্ধারিত দিনেই টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা  থাকলেও বিকল্পও ভেবে রেখেছে আইসিসি। পরিস্থিতি স্বাভাবিক না হলে অথবা আরও অবনতি ঘটলে চলতি বছর বিশ্বকাপ বাতিলের সম্ভাবনাও আছে। তখন দুই বছর পিছিয়ে ২০২২ সালে হতে পারে এই লড়াই। যদিও পরিস্থিতি পাল্টে গেলে এ বছরই মাঠের লড়াইয়ে নামবে দলগুলো!

আপাতত অবশ্য তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। করোনা থেকে বাঁচতে লড়ে যাচ্ছে গোটা বিশ্ব।