আমিরাতে গ্যাস সিলিন্ডারে প্রবাসির মৃত্যু

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুন ২, ২০২১ 565 views
শেয়ার করুন

 

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাহবুব আলম আলফু (২৮) নামক এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের মুহিব উল্লার ছেলে।

শারজাহ প্রবাসী নিহত মাহবুব আলম আলফুর বন্ধু সৈয়দ আবুল হাসান রুমান জানান, গত সোমবার (২৪ মে) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আলফু অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ মে) সকালে মারা যান তিনি। নিহত আলফু প্রায় আট বছর থেকে প্রবাসে বসবাস করছেন। প্রায় দুই বছর আগে ছুটি কাটিয়ে আলফু সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে ফিরে যান।

বিবাহিত আলফুর ২ বছরের রয়েছে এক কন্যা সন্তান। প্রবাসী মাহবুব আলম আলফুকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। পরিবারের সিন্ধান্ত মোতাবেক নিহতের দাপন আমিরাতে শারজাহ্ কবরস্থানে দেওয়া হয়েছে আজ বাদ এশা।

নিহতের জানাযার নামাজে উপস্থিত ছিলেন, কুলাউড়া সমিতির সভাপতি আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক ইছমত আলী, সাবেক সদস্য নুরুল ইসলাম, নজরুল ইসলাম রুহেল ও বাবর সহ নেতৃবৃন্দ।

নিহতের বড় ভাইকে শান্তনা ও আশ্বাস দেন কুলাউড়া সমিতির সভাপতি সহ নেতৃবৃন্দ।